বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের জন্য ফর্ম বিলিতে দুর্নীতির অভিযোগ
তুলে সোমবার দুপুরে উত্তেজিত শ্রমিকেরা ভাঙচুর চালাল নিমতিতার কেন্দ্রীয়
বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালে। অশান্তিতে বন্ধ হয়ে যায় ফর্ম বন্টন
প্রক্রিয়া। পরে সুতি ও সামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনলে ঘণ্টা দুয়েক পরে বেলা দু’টো নাগাদ পুনরায় শুরু হয় ফর্ম বিলি।
শ্রমিকদের অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থার নাম ভাড়িয়ে কয়েক জন কাউন্টার
থেকে গোছা গোছা ফর্ম তুলে ৫০০ টাকায় বিক্রি করছিল। ঔরাঙ্গাবাদের বিড়ি
শ্রমিক রোজিনা বিবি বলেন, “জনা কয়েক দালাল প্রচুর ফর্ম তুলে মোটা টাকার
বিক্রি করছে শ্রমিকদের মধ্যে।” আইএনটিইউসির বিড়ি শ্রমিক সংগঠনের রাজ্য
সম্পাদক বাদলা আলির বক্তব্য, “ওই হাসপাতালের কর্মীদেরল কাছ থেকে কয়েক জন
দালাল যথেচ্ছভাবে ফর্ম নিচ্ছিল। এতেই শ্রমিকদের মধ্যে অশান্তি ছড়ায়।”
সিটুর বিড়ি শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, “পুলিশের
সাহায্য ছাড়াই চলছিল ফর্ম বিলি। দালালেরা প্রচুর ফর্ম তুলে তা শ্রমিকদের
বিলি করায় তাঁরা বিক্ষোভ দেখায়।”
দুর্নীতির নালিশ, ভাঙচুর চালাল শ্রমিকেরা
Title: দুর্নীতির নালিশ, ভাঙচুর চালাল শ্রমিকেরা
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের জন্য ফর্ম বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার দুপুরে উত্তেজিত শ্রমিকেরা ভাঙচুর চালাল নিমতিতার কেন্দ্...
Post a Comment