স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র
হয়ে উঠল বহরমপুর৷ বৃহস্পতিবার দুপুরে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর সামনেই
বহরমপুরে জেলাশাসকের বাংলোয় লাঠিসোটা হাতে তাণ্ডব চালাল কংগ্রেসের লোকজন৷
জেলাশাসক স্মারকলিপি নিতে টালবাহানা করছেন, এই অভিযোগে তারা মারমুখী হয়ে
ওঠে৷ ভাঙচুর করা হয় সরকারি গাড়ি৷
গত মাসে পুলিশি হেফাজতে থাকাকালে পুলিশি নির্যাতনেই মৃত্যু হয় সফিকুল শেখ নামে এক কংগ্রেস কর্মীর, এই অভিযোগে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ জেলাশাসক রাজীব কুমারের কাছে স্মারকলিপি জমা দিতে যায় কংগ্রেস সমর্থকরা৷ কিন্তু অভিযোগ, জেলাশাসক আগে তিনটের সময় আসার কথা বললেও পরে সময় দিতে না পারায় অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে বলেন৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, কেন জেলাশাসক নন, এডিএমকে স্মারকলিপি দিতে হবে, এই ইস্যুতেই বিক্ষোভ হয়েছে। ক্ষিপ্ত হয়ে ওঠে কংগ্রেস কর্মী, সমর্থকরা৷ আধঘণ্টার মধ্যে জেলাশাসককে আসতে হবে, এই দাবিতে কার্যত তাণ্ডব শুরু করে কংগ্রেসের কর্মী, সমর্থকরা৷ লাঠিসোটা নিয়ে জেলাশাসকের বাংলোয় চড়াও হয় তারা।
এরপর জেলা কংগ্রেস সভাপতি গাড়ির উপর উঠে বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করার চেষ্টা করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল৷ অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুরের রাস্তায় র্যাপিড অ্যাকশন ফোর্সকে নামানো হয়৷ এরপর জেলাশাসক রাজীব কুমার স্মারকলিপি নিলে পরিস্থিতি শান্ত হয়৷
Watch Video Here
http://www.ndtv.com/video/player/news/congress-workers-vandalise-district-magistrate-s-house-in-west-bengal/264326
গত মাসে পুলিশি হেফাজতে থাকাকালে পুলিশি নির্যাতনেই মৃত্যু হয় সফিকুল শেখ নামে এক কংগ্রেস কর্মীর, এই অভিযোগে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ জেলাশাসক রাজীব কুমারের কাছে স্মারকলিপি জমা দিতে যায় কংগ্রেস সমর্থকরা৷ কিন্তু অভিযোগ, জেলাশাসক আগে তিনটের সময় আসার কথা বললেও পরে সময় দিতে না পারায় অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে বলেন৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, কেন জেলাশাসক নন, এডিএমকে স্মারকলিপি দিতে হবে, এই ইস্যুতেই বিক্ষোভ হয়েছে। ক্ষিপ্ত হয়ে ওঠে কংগ্রেস কর্মী, সমর্থকরা৷ আধঘণ্টার মধ্যে জেলাশাসককে আসতে হবে, এই দাবিতে কার্যত তাণ্ডব শুরু করে কংগ্রেসের কর্মী, সমর্থকরা৷ লাঠিসোটা নিয়ে জেলাশাসকের বাংলোয় চড়াও হয় তারা।
এরপর জেলা কংগ্রেস সভাপতি গাড়ির উপর উঠে বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করার চেষ্টা করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল৷ অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুরের রাস্তায় র্যাপিড অ্যাকশন ফোর্সকে নামানো হয়৷ এরপর জেলাশাসক রাজীব কুমার স্মারকলিপি নিলে পরিস্থিতি শান্ত হয়৷
Watch Video Here
http://www.ndtv.com/video/player/news/congress-workers-vandalise-district-magistrate-s-house-in-west-bengal/264326

Post a Comment