প্রধান শিক্ষক-সহ তিন শিক্ষককে নিগ্রহের অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি জঙ্গিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের। শুক্রবার ছিল উচ্চমাধ্যমিকের ইতিহাস ও রসায়ন পরীক্ষা। স্কুল কর্তৃপক্ষ জানান, পরীক্ষায় কড়া নজরদারির অভিযোগ তুলে একটি বেসরকারি স্কুলের পরীক্ষার্থীরা জঙ্গিপুরের ওই পরীক্ষাকেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর করে। ওই ঘটনায় এক ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ আটক করে তার অভিভাবককে খবর দেন। জঙ্গিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহাদ আলি বলেন, “ওই ছাত্র পরীক্ষা শেষে তার উত্তরপত্রের একটি পাতা ছিঁড়ে নিয়েছিল। বিষয়টি শিক্ষকদের চোখে পড়ায় ওই ছাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাঁর অভিযোগ, তাকে লিখতে না দিয়ে খাতা কেড়ে নেওয়া হয়েছে।” প্রধান শিক্ষক জানান, নকল ঠেকাতে পরীক্ষার সময় কড়া নজরদারি চলায় ছাত্ররা এমনিতেই ক্ষুব্ধ ছিল। ঘটনাটি জানাজানি হতেই পরীক্ষার্থীরা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় আটক ছাত্রের অভিভাবককে। তিনি স্কুলে গিয়ে সমস্ত পরিস্থিতি দেখার পর ভুল স্বীকার করলে ওই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। এ দিকে, ওই ছাত্রের এমন কাজে অন্য পরীক্ষার্থীরা এরপর ওই পরীক্ষাকেন্দ্রের দুই শিক্ষকের উপর চড়াও হয়। তাঁ কথায়, “প্রতিবাদ করতে যাওয়ায় আমাকেও নিগৃহ করা হয়। ওই ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে থানা-পুলিশ করিনি। সিদ্ধান্ত হয়েছে, ওই বেসরকারি স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জঙ্গিপুর কড়া নজরদারি, নিগৃহীত প্রধান শিক্ষক-সহ ৩
Title: জঙ্গিপুর কড়া নজরদারি, নিগৃহীত প্রধান শিক্ষক-সহ ৩
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
 প্রধান শিক্ষক-সহ তিন শিক্ষককে নিগ্রহের অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি জঙ্গিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের। শুক্রবার ছিল উচ্চ...
Post a Comment