পুলিশ হেফাজতে র্যামেল কর্মী। র্যামেল গ্রুপের রঘুনাথগঞ্জ শাখা অফিস সিল করে দিল পুলিশ। আটক করা হয়েছে ওই শাখার ম্যানেজার শিবশঙ্কর চৌধুরী সহ ৩২ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি ও ২৫টি কম্পিউটার। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আমানতকারীরা ম্যাচিউরিটির টাকা না পেয়ে ওই অফিসের কর্মীদের নামে নালিশ জানান। ম্যানেজার সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অফিসের গুরুত্বপূর্ণ নথি আটক করেছে পুলিশ।” ২০০৭ সালে রঘুনাথগেঞ্জে ব্যবসা শুরু করে লগ্নি সংস্থা র্যামেল। গত কয়েক বছরেই আমানতকারীদের কাছ থেকে এজেন্টদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করে কোম্পানি। টাকা ম্যাচিউরিটি হলেও কোম্পানি তা ফেরত দিচ্ছে না বলে দাবি আমানতকারীদের। কয়েকদিন ধরেই তাঁরা সংস্থার অফিসে হত্যে দিচ্ছিলেন। কর্তারা কথা দিয়েছিলেন, সোমবার মেটানো হবে পাওনা। সেই মত কয়েকশো আমানতকারী অফিসের সামনে জমা হন। কিন্তু টাকা ফেরত দিতে আপত্তি জানান অফিসের কর্তারা। ক্ষুব্ধ আমানতকারীরা রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ জানান। নালিশের ভিত্তিতে পুলিশ কর্তাদের আটকের পাশাপাশি বন্ধ করে দিয়েছে অফিস। আামানতকারীদের দাবি, সংস্থার সম্পত্তি বেচে টাকা মেটাতে হোক।
রঘুনাথগঞ্জ -এ আটক ৩২ র্যামেল-কর্মী
Title: রঘুনাথগঞ্জ -এ আটক ৩২ র্যামেল-কর্মী
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
পুলিশ হেফাজতে র্যামেল কর্মী। র্যামেল গ্রুপের রঘুনাথগঞ্জ শাখা অফিস সিল করে দিল পুলিশ। আটক করা হয়েছে ওই শাখার ম্যানেজার শিবশঙ্কর চৌধ...
Post a Comment