লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালেও ধরা পড়ল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জ শহর লাগোয়া আইলেরউপরে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর গ্রামের পাথর ব্যবসায়ী বৈদ্যনাথ দাস ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তুলে ফিরছিলেন। হঠাৎই বাইকে চেপে দু’জন ওই টাকা ছিনিয়ে নিয়ে পালায়। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন বৈদ্যনাথবাবু। এরপর নাসির শেখ ও খোকন শেখ নামে দুই যুবককে আটক করে পুলিশ। বৈদ্যনাথবাবু ওই দুই যুবককে সনাক্তও করেন। এরপর পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। তবে ছিনতাই হওয়া টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।
রঘুনাথগঞ্জ শহরে লক্ষাধিক টাকা ছিনতাই, ধৃত
Title: রঘুনাথগঞ্জ শহরে লক্ষাধিক টাকা ছিনতাই, ধৃত
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালেও ধরা পড়ল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জ শহর লাগোয়া আইলেরউপরে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় স...
Post a Comment