রঘুনাথগঞ্জ থানা এলাকায় ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করার হুমকি |
টাকা দিতে না পারায় একাদশ শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার নবাব জাইগির এলাকায় ৷ বুধবার থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার৷ জানা গিয়েছে, দীর্ঘ কয়েকদিন ধরেই ওই এলাকার বাসিন্দা পিন্টু শেখ ও টনিক শেখ নামের দুই যুবক ওই ছাত্রীকে উক্তত্য করত ৷ এবং তার কাছে দুই লক্ষ টাকার দাবি করে তারা বলে অভিযোগ ৷ ছাত্রী জানিয়েছেন, টাকা না দিলে তার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে দেওয়ারও হুমকি দেয় পিন্টু ও টনি ৷ দীর্ঘদিন কেটে গেলেও দাবি পূরণ না হওয়ায় ওই ছাত্রীর ছবি সুপার ইমপোস করে ফেসবুকে ছেড়ে দেয় ৷ পরে বিষয়টি জানাজানি হতে বুধবার রঘুনাগঞ্জ থানায় পিন্টু ও টনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার৷
#Raghunathganj #Jangipur #Murshidabad
Post a Comment