এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জেরে অপমানে আত্মঘাতী হলেন এক শিক্ষক। মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকার ঘটনা। শনিবার রাতে ওই শিক্ষক বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। বিষ্ণুডাঙা প্রাথমিক স্কুলের ঘটনা। মৃত শিক্ষকের নাম দিলীপ মার্জিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধর এলাকার এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। ঘটনার কথা গ্রামে জানাজানি হওয়ায় তাঁকে সালিশিসভায় ডেকে পাঠানো হয়। সেখানে ২ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয় তাঁকে। এই ঘটনার পরই শনিবার রাতে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই শিক্ষক।
Post a Comment