পুজো আসলেই মনে পরে যায় প্রায় ৪০০ বছরের প্রাচীন গদাইপুরের পেটকাটির পুজো| আখিরা নদী থেকে মাটি এনে প্রতিমা গড়ার কাজ শুরু করেন গ্রামেরই মৃৎশিল্পীড়া| শোনা যায়, মালদহের জনৈক ক্ষুদিরাম রায় প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গাপুজোর গদাইপুর গ্রামে। এক দিন সন্ধ্যাপ্রদীপ দিতে এসে নিখোঁজ হন ওই পরিবারেরই এক কিশোরী। পরে স্বপ্নাদেশ পেয়ে সেই কিশোরীকে উদ্ধার কর হয় দেবীদুর্গার পেট চিরে। সেই থেকেই দেবীদুর্গা এখানে পরিচিত হয় পেটকাটি দুর্গা হিসেবে।
প্রায় এক হাজার পরিবারের বাস গদাইপুর গ্রামে। সেখানেই এই পারিবারিক পুজো এখন পরিবারের গণ্ডি ছাড়িয়ে রূপ নিয়েছে সর্বজনীনের। রঘুনাথগঞ্জ শহর থেকে ভাগীরথী নদীর তিন কিলোমিটার জলপথ বেয়ে নৌকায় পৌছে যেতে হবে গদাইপুর গ্রাম|
প্রায় ৬০ বছর আগে দুর্গাপুজো এখানে শুরু হত বোধনের দিন থেকে। দেওয়া হত বলিদান। বহু শরিকে পুজো ভাগ হয়ে যাওয়ায় এখন আর সেই পরম্পরা মেনে চলা যায় না। তবে শাস্ত্রীয় বিধান মেনে এখনও পেটকাটিতে পুজো শুরু হয় জীতাষ্ঠমি থেকে। দু-বেলা ঢাক, ঢোল, সানাই, বাজিয়ে ষষ্ঠীর দিন সকাল পর্যন্ত চলে বিশেষ পুজো।
#DurgaPuja #DurgaPuja2014 #Godaipur #Petkati #Maa #Jangipur #Raghunathganj #Murshidabad #WestBengal
[Download our Android App here: http://goo.gl/tOjOai]
Post a Comment