রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে (সহযোগিতায় বিড়লা গোল্ড সিমেন্ট) শুরু হওয়া "ফ্রেন্ডশিপ কাপ- নকআউট ফুটবল প্রতিযোগিতা'র ফাইনালে জঙ্গিপুর কলেজ মাঠে একই মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিস সুপার হুমায়ন কবীর, মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক, রঘুনাথগন্জ থানার আই সি সৌয়দ রেজাউল করিম,রঘুনাথ্গন্জ -২ বিডিও এবং আরো অনেক বিশিষ্টব্যক্তিগণ! মূলত এলাকায় বেড়ে চলা অবৌধ ক্রাইম ও সন্ত্রাস কে রুখতেই এই উদ্যোগ বলে জানান রঘুনাথগন্জ থানার আই সি।
***খেলার ফলাফল-
হাফটাইমের আগে মহম্মদ্পুর টাইগার ক্লাব ২টি গোল করে, প্রতিশোধে জঙ্গিপুর ক্লাসিক হাফটাইমের পরে ২টি গোল করে গোল শোধ করে। ট্রাইব্রেকারে জঙ্গিপুর ক্লাসিক মহম্মদ্পুর টাইগারকে হারিয়ে দেয়। খেলার শেষে আতসবাজি'র আয়োজন করা হয়।
Image: Sabaul Karim / Jotekamal Page
#FootballMatch #Final #JangipurCollege
#Jangipur #Raghunathganj #Murshidabad #Jotekamal
[Download our Android app here: http://goo.gl/eMC1Tm]
Post a Comment