প্রাক নির্বাচনী অনলাইন জনমত সমীক্ষা: জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র

গত ১৫ দিনে আমাদের অনলাইন জনমত সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে তাতে রাজ্যের শাসক শিবিরের উচ্ছসিত হওয়ার যথেষ্ট কারণ আছে । কিন্তু অনলাইন এই জনমত সমীক্ষার ভিত্তি বড়ই দূর্বল তার একমাত্র কারণ মোট ভোটার সংখ্যার খুব অল্পই এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করেছেন । দেখা গেছে ৪৯% শাসক শিবিরকে যেটাতে চান, যেখানে বিরোধী শিবির একত্রে (৩৯% + ৮% = ৪৭%) ভোট পেয়েছেন এই সমীক্ষায় । আর এখানেই সিদুরে মেঘ দেখছে জঙ্গিপুর বাসী । ভোট ভাগাভাগির খেলা আগেও দেখেছে এখানকার মানুষ, এবারও তার ব্যতিক্রম নই। যেখানে সারা রাজ্যে সিপিআইএম কংগ্রেসের সাথে জোট করেছে শুধু মাত্র তৃনমূল কংগ্রেসকে উত্খাত করানোর জন্য , সেখানে জঙ্গিপুরের মত কিছু কেন্দ্রে তারা কংগ্রেসের মুখোমুখি লড়াই করছে । এই লড়াই কতটা বন্ধুত্বপূর্ণ সেটা আগাম জনমত সমীক্ষায় জানা যাচ্ছে । দেখা গেছে মাত্র ৮% ভোটার কংগ্রেসকে ভোট দিতে চান এবার , যেখানে সিপিআইএম কে ভোট দিতে চান ৩৯% মানুষ । আর এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় যে সত্যি কি সিপিআইএম জঙ্গিপুরের ক্ষমতা দখল করতে পারবে ?
আশা করা যায় এবার জঙ্গিপুর বিধানসভায় একটা পরিবর্তন হয়ত আসতে চলেছে । অন্তত প্রাক নির্বাচনী সমীক্ষা তাই বলছে । এই সমীক্ষা ভুল প্রমানিত হলেও এলাকার মানুষ ই খুশি হবেন ।
Post a Comment