FB.init({ appId : '{248591178890761}', status : true, xfbml : true, version : 'v2.7' // or v2.6, v2.5, v2.4, v2.3 }); FB.init() function onLogin(response) { if (response.status == 'connected') { FB.api('/me?fields=first_name', function(data) { var welcomeBlock = document.getElementById('fb-welcome'); welcomeBlock.innerHTML = 'Hello, ' + data.first_name + '!'; }); } } FB.getLoginStatus(function(response) { // Check login status on load, and if the user is // already logged in, go directly to the welcome message. if (response.status == 'connected') { onLogin(response); } else { // Otherwise, show Login dialog first. FB.login(function(response) { onLogin(response); }, {scope: 'user_friends, email'}); } }); জঙ্গিপুরে সমীক্ষায় তৃনমূল এগিয়ে । সিপিআইএম ঘাড়ের কাছে নিঃশাস ফেলছে । কংগ্রেস কিছুটা হলেও ব্যাকফুটে - একটি প্রতিবেদন | Raghunathganj - Jangipur
Menu

Admin Admin Author
Title: জঙ্গিপুরে সমীক্ষায় তৃনমূল এগিয়ে । সিপিআইএম ঘাড়ের কাছে নিঃশাস ফেলছে । কংগ্রেস কিছুটা হলেও ব্যাকফুটে - একটি প্রতিবেদন
Author: Admin
Rating 5 of 5 Des:
প্রাক নির্বাচনী অনলাইন জনমত সমীক্ষা: জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র গত ১৫ দিনে আমাদের অনলাইন জনমত সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে তাতে রাজ্যের...
প্রাক নির্বাচনী অনলাইন জনমত সমীক্ষা: জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র
গত ১৫ দিনে আমাদের অনলাইন জনমত সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে তাতে রাজ্যের শাসক শিবিরের উচ্ছসিত হওয়ার যথেষ্ট কারণ আছে । কিন্তু অনলাইন এই জনমত সমীক্ষার ভিত্তি বড়ই দূর্বল তার একমাত্র কারণ মোট ভোটার সংখ্যার খুব অল্পই এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করেছেন । দেখা গেছে ৪৯% শাসক শিবিরকে যেটাতে চান, যেখানে বিরোধী শিবির একত্রে (৩৯% + ৮% = ৪৭%) ভোট পেয়েছেন এই সমীক্ষায় । আর এখানেই সিদুরে মেঘ দেখছে জঙ্গিপুর বাসী । ভোট ভাগাভাগির খেলা আগেও দেখেছে এখানকার মানুষ, এবারও তার ব্যতিক্রম নই। যেখানে সারা রাজ্যে সিপিআইএম কংগ্রেসের সাথে জোট করেছে শুধু মাত্র তৃনমূল কংগ্রেসকে উত্খাত করানোর জন্য , সেখানে জঙ্গিপুরের মত কিছু কেন্দ্রে তারা কংগ্রেসের মুখোমুখি লড়াই করছে । এই লড়াই কতটা বন্ধুত্বপূর্ণ সেটা আগাম জনমত সমীক্ষায় জানা যাচ্ছে । দেখা গেছে মাত্র ৮% ভোটার কংগ্রেসকে ভোট দিতে চান এবার , যেখানে সিপিআইএম কে ভোট দিতে চান ৩৯% মানুষ । আর এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় যে সত্যি কি সিপিআইএম জঙ্গিপুরের ক্ষমতা দখল করতে পারবে ?
কংগ্রেস পন্থী মানুষ যেমন জঙ্গিপুর এ অনেক তেমনি বামফ্রন্টকে সমর্থন করেন অনেকেই এমন সংখ্যাটাও কম না । জঙ্গিপুর পুরসভা এখনও বামেদের দখলে । গত লোকসভা নির্বাচনে কংগ্রেস খুব অল্প ব্যবধানে সিপিআইএম এর কাছে থেকে জিতেছিল ।বিদায়ী বিধায়ক সম্পর্কে এলাকার মানুষের মনে শ্রদ্ধা যথেষ্ট থাকলেও বিগত ৫ বছরে তার কাজের খতিয়ান নিয়ে জঙ্গিপুরের মানুষের মনে যথেষ্ট ক্ষোভ আছে , একথা কংগ্রেসীরাও বিলক্ষণ জানে । আবার শাসক শিবির সাম্প্রতিক কালে নাম লিখিয়ে স্থানীয় শিলপতির জনপ্রিয়তাও এখন তুঙ্গে । তবে শাসক শিবিরের কাজে কর্মে জঙ্গিপুর সহ গোটা রাজ্যের মানুষের মনে যথেষ্ট ক্ষোভ আছে । স্বাস্থ্য , শিক্ষা, কর্মসংস্থান এর কোনো অংশেই শাসক দল মানুষের মন ভোলাতে পারেনি । উপরন্ত এদের ব্যবহার আচার আচরণ দুর্নীতি তে মানুষ কতটা এদের মেনে নেবে এই নির্বাচনেই স্পষ্ট হয়ে যাবে । জঙ্গিপুরে তৃনমূলকে জিততে হলে যেমন সি পি আই এম কে বেগ দিতে হবে , তেমনি সি পি আই এমকে জিততে হলে কংগ্রেস ও বিজেপির ভোট কাটতে হবে সেটাও মাথায় রাখতে হবে । তবে এবার কংগ্রেস কতটা কাকে বেগ দেবে তা ভোটের ফলাফলেই জানা যাবে ।
আশা করা যায় এবার জঙ্গিপুর বিধানসভায় একটা পরিবর্তন হয়ত আসতে চলেছে । অন্তত প্রাক নির্বাচনী সমীক্ষা তাই বলছে । এই সমীক্ষা ভুল প্রমানিত হলেও এলাকার মানুষ ই খুশি হবেন ।

About Author

Advertisement

Post a Comment

Motion Post

 
Top