জানা গেছে, মুর্শিদাবাদের ভাগিরথী দুগ্ধ সমিতি একসময় স্থানীয় দুধ ব্যবসায়ীদের
থেকে দিনে গড়ে মোট ৭০ হাজার লিটার দুধ ক্রয় করত। কিন্তু, গত এপ্রিল থেকে
তারা কেবলমাত্র সকালেই ৩৮ হাজার লিটার দুধ ক্রয় করছে৷ যার ফলে সমস্যায়
পড়েছেন স্থানীয় দুধ ব্যবসায়ীরা।
এ সম্পর্কে ভাগিরথী দুগ্ধ সমিতির MD নির্মল কর্মকার জানিয়েছেন, চাহিদা কম থাকায়
স্থানীয় দুধ ব্যবসায়ীদের থেকে সন্ধ্যায় দুধ কেনা বন্ধ রাখা হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Post a Comment