এটা ক্ষুদিরাম মোড়, জঙ্গীপুর পুরাতন বাসস্ট্যান্ড। এখানে রয়েছে সহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি। সরকারি, বেসরকারি, রাজনৈতীক বিজ্ঞাপন ও আগাছা এবং ফুলের গাছে ঢাকা পড়েছেন ক্ষুদিরাম। এই পথ দিয়ে প্রতিনিয়ত পৌরপিতা, ও সংস্লিষ্ঠ এরিয়ার কাউন্সিলর সহ অন্যান্য প্রতিনিধি যাতায়াত করেন। কিন্তু, কেউ দেখেও দেখেন না সহীদ ক্ষুদিরাম বসুকে।
Image: Sabuj Biswas
Post a Comment