দুপাশের গাঁথা ইট এক এক করে উঠে গেছে কব্বে। রাস্তার মাঝে ছোট বড় ডোবা। আর এই রাস্তা দিয়েই যাতায়াত নবকান্তপুরের ২০০টি পরিবারের। এলাকার বাসিন্দাদের তথা এলাকার ছাত্র-ছাত্রীদের এই জল কাদা পেরিয়ে প্রতিদিন স্কুলের পথে যাতায়াত করতে হয়। পঞ্চায়েত স্তরে তথা এলাকার নেতৃবৃন্দের সাথে অনেকবার এই সমস্যা নিয়ে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। ফলফল কিছুই মেলেনি। হচ্ছে হবে করে একই কথা গত ৩- ৪ বছর ধরে শুনে যেতে হয়েছে। প্রতিকার কবে পাবে নবকান্তপুর বাসী কেউ জানেনা।
আশ্বাসেই দিন কাটাচ্ছে নবকান্তপুর
Title: আশ্বাসেই দিন কাটাচ্ছে নবকান্তপুর
Author: Admin
Rating 5 of 5 Des:
Author: Admin
Rating 5 of 5 Des:
দুপাশের গাঁথা ইট এক এক করে উঠে গেছে কব্বে। রাস্তার মাঝে ছোট বড় ডোবা। আর এই রাস্তা দিয়েই যাতায়াত নবকান্তপুরের ২০০টি পরিবারের। এলাকার বাসি...
Post a Comment