দীর্ঘ এক দশক পর নূতনপাড়া গঞ্জের ঘাট থেকে রামপুরা পর্যন্ত কেন্দ্রীয় গ্রাম সড়ক যোজনার অতি জীর্ণ ৮ কিমি রাস্তাটির প্রথম ৩ কিমি সংস্কারের কাজ শেষ হওয়া তিন সপ্তাহও হয়নি। এরই মধ্যে রাস্তিটির বিস্তীর্ণ অংশ ভাঙ্গতে শুরু করেছে। কাজ চলাকালীন কাজের মান খারাপ দেখে গ্রামবাসীদের তরফে প্রশাসনিক আধিকারাকদের কাছে নিয়মিত নজরদারীর দাবি জানানো হলও তঁারা কর্ণপাত করেননি। প্রসাশনের নজরদারি ছাড়াই সংশ্লষ্ট ঠিকাদার নিজ ইচ্ছায় কাজ করেছেন। নূূতনপাড়া গঞ্জের ঘাট থেকে কাশিয়াডাঙ্গা পঞ্চায়েত অফিস পর্যন্ত ৩ কিমির কাজের প্যাকেজ নং WB - 13-12 PMGSY এবং প্রকল্প মূল্য ৩৮,৭১,৩৭০ টাকা। কাশিয়াডাঙ্গা পঞ্চায়েত অফিসের কাছে ৫০ মিটার মতো রাস্তার কোন কাজই করেনি। উক্ত কাজের প্রকল্প রুপায়নের দায়িত্বে আছেন WBSRDA Murshidabad Division এর আধিকারিকরা। গ্রামবসীদের বক্তব্য এতকছুর পরেও যদি সংশ্লষ্ট আধিকারকেরা ঠিকদারকে পেমেন্ট দিয়ে থাকেন তাহলে এতে কোনো সন্দেহই থকবেনা যে বড় অঙ্কের টাকা নয়ছয় হয়নি। এই দীর্ঘ ৮ কিমি ভগ্নপ্রায় রাস্তার বাকী ৫ কিমির কাজ কখন শুরু হবে সে ব্যাপারে প্রসাশনের তরফ কিছু জানানো হচ্ছেনা। আমাদের মুর্শাদাবাদ জেলা পরিষদের কাজের মান যে বরাবরই নিম্নমানের হয় তা আরও একবার প্রমাণিত হল।
নিম্নমানের রাস্তা সংস্কার, ক্ষোভ গ্রামবাসীদের
Title: নিম্নমানের রাস্তা সংস্কার, ক্ষোভ গ্রামবাসীদের
Author: Admin
Rating 5 of 5 Des:
Author: Admin
Rating 5 of 5 Des:
দীর্ঘ এক দশক পর নূতনপাড়া গঞ্জের ঘাট থেকে রামপুরা পর্যন্ত কেন্দ্রীয় গ ্রাম সড়ক যোজনার অতি জীর্ণ ৮ কিমি রাস্তাটির প্রথম ৩ কিমি সংস্কারের কাজ...
Post a Comment