জঙ্গীপুর ভাগীরথী সেতু থেকে শ্রীকান্তবাটী পর্যন্ত যানজটে নিত্যদিন নাকাল রঘুনাথগঞ্জ তথা গোটা জঙ্গীপুরবাসী। কানাগলি থেকে রাজপথ কী গ্রাম কী শহর সর্বত্র পথ যেন সাপের ছুঁচো গেলার প্রাণপণ চেষ্টা। সবাই আগে যাবেন তাতে হোক অবৈধ প্রবেশ! হাতে গোনা কটা সিভিক রোদ, বৃষ্টি আর জনজোয়ারে ক্লান্ত এই চাপ রোধের মরিয়া চেষ্টা চালাচ্ছেন। প্রশাসন বা পৌরসভার কোন নতুন পরিকল্পনা দেখা যায়না। তারপর, ভ্যানো, ন্যানো, আর অবৈধ অটোতে মানুষের পথ ক্ষানিকটা ছোট করলেও বাড়িয়েছে বিড়ম্বনা। যত্রতত্র, বেআইনী ভাবে, গাড়িপার্কিং, যাত্রী ওঠানামা ও পাল্লাদিয়ে যাত্রী তোলার ফলে বাড়ছে নানান সমস্যা। তাছাড়া, পথদখল করে হাজারও ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা পূরণ করছেন। আর সব কিছুতেই শুধু প্রশাসন বা পুলিশের মুণ্ডছেদ করা আমাদের মূদ্রাদোষ। আসলে আমরাও যে অতি ছ্যাঁচড় বান্দা সেটা বেমালুম ভুলে যায়। বাড়ি করবো সরকারি জায়গায় আর নিজের জায়গা পড়ে থাকবে পেছনে। দোকান নিজের যায়গাতে করলেও সিঁড়িটা করবো কিন্তু রাস্তায়, গ্রাহক দাঁড়ালে বা সাইকেল, গাড়ীটা নিয়ে দাঁড়াবেন কিন্তু, ঐ রাস্তায় তবে আমরা যাবো কোথা দিয়ে? কিন্তু, প্রশাসন বা পৌরসভা ব্যবস্থা নিতে পারলেও নিবেননা যদি, পাছে ভোটটা হারায়।
Credit: Sabuj Biswas
Post a Comment