ইন্টারনেট ডেস্ক: ছোটবেলায় রুমালচুরি কতবার খেলেছেন মনে আছে? হিসেব থাকবে না ঠিকই। কিন্তু সত্যি আজ চোখের সামনে গ্রামের বাচ্চারা এইসব খেলা খেললে ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলার দিন গুলোতে। মাঝে মাঝে শহরের বাচ্চাদের দেখলে কষ্ট হয় আবার অবাকও লাগে যে আজ এই মোবাইল-ইন্টারনেটের যুগে বাচ্চারা মাঠে খেলার মত অভ্যাসগুলোকে হারিয়ে যেতে বসেছে। হয়ত এর জন্য আমরা মা-বাবারাই দায়ী, না হলে বর্তমান যুগের নিয়মটাই এই রকম।
ছবিটি বাড়ালার একটি গ্রামের স্কুলের ছবি। ছবিটি তুলেছেন সনতন সরকার।
Post a Comment