ইন্টারনেট ডেস্ক: সত্যিই যেন 'চাঁদেরহাট' মুর্শিদাবাদের ঐতিহ্য এঁরা। 'পূর্বাভাস' ভ্রাম্যমাণ সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিশেষ সাহিত্য আড্ডা। রবীন্দ্রনাথের ৭৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২২শে শ্রাবণ ১৪২৩ অর্থাৎ ৭ আগষ্ট ২০১৬ রোববার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত জঙ্গিপুর সুভম লজে। উপস্থিত ছিলেন বাংলার তাবড় তাবড় খ্যাতনামা সাহিত্যিক, গবেষক, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। বাঁকুড়া, কান্দি,খড়গ্রাম তথা জঙ্গিপুর মহকুমার ফরাক্কা,সুতি ও অন্যান্য ব্লক থেকে মহঃ মোফাক হোসেন (সবার খবর), শারয়ার জাহান (জীবন সাহারা), সুব্রত পাল ও রুদ্রদেব চক্রবর্তী ( এ মাসের সংলাপ), মন্টু দাস ও আশীষ কুমার দাস ( বাঁকুড়া সংস্কৃতি), জঙ্গিপুর প্রতিবাদ পত্রিকার সম্পাদক, বুদ্ধদেব ঘোষ(কবিতার অ আ ক খ),সুজয় দাস (প্রতীতি) , আবুল কালাম ( সম্পাদক পূর্বাভাস), রফিকুল ইসলাম ( পল্লবী) ইত্যাদি সংবাদ,শিল্প,সংস্কৃতি, সাহিত্য পত্রিকার সম্পাদক,সহসম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, মান্যগণ্য কবি সাহিত্যিক, ভাষাচার্য, প্রবন্ধকার, গল্পকারদের মধ্যে অধ্যাপক মোহিত চক্রবর্তী, রুপালী চট্টোপাধ্যায়, ডঃ সূর্য্যেন্দু দে,এস.কে.এম মিজানুর রহমান,মহঃ গফুর সেখ,বাদল সুত্রধর,তুলসী দাস,মর্জেম হোসেন, এস.এম নিজামুদ্দিন, নুরুল মোর্তজা সহ আরো অনেক ব্যক্তিত্ব। কাজী কল্পনা ইসলাম, আবুল কালাম, আমজাফ আলি সহ পাঁচজন সাহিত্যিককে তুলে দিলেন তাঁদের প্রাপ্য মানপত্র সহ পূর্বাভাস সাহিত্য পুরস্কার।
Home
»
Jangipur
» 'পূর্বাভাস' ভ্রাম্যমাণ সাহিত্য পত্রিকার উদ্যোগে জঙ্গিপুরে অনুষ্ঠিত হলো সাহিত্য চর্চার আড্ডা
About Author
The part time Blogger love to blog on various categories like Entertainment, Sports, Politics, Events, Job News, Bengal News, National News, International News. If you want be a part of our Admin Panel, please Contact / Whatsapp: +91 8961363755.
Advertisement
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment