ইন্টারনেট ডেস্ক: নিয়ম কড়া হতেই টনক নড়েছে বাইক আরোহীদের। মুখ্যমন্ত্রীর ঘোষনা পর হেলমেট ছাড়া পেট্রোল পাম্পগুলিতে তেল পাওয়া যাবে না, এই বার্তা ছড়ানোর কিছুদিন পরও জঙ্গিপুরের পেট্রোল পাম্পগুলিতে বাইকআরোহীরা দিব্বি হেলমেট ছাড়াই পেট্রোল নিচ্ছেলেন। অবস্থার পরিবর্তন হয় মাত্র কিছুদিন আগে থেকেই। এখন শহরের সমস্ত পেট্রোল পাম্প গুলিতে হেলমেট ছাড়া কাউকেই তেল দেওয়া হচ্ছে না। অবশ্য এর পাশাপাশি একটি নতুন ব্যবসারও পসার জমেছে পেট্রোল পাম্পের আশেপাশে। পাম্পে তেল পাওয়ায়্র জন্য অল্প টাকায় হেলমেট ভাড়া দিচ্ছেন এলাকার কিছু যুবক। নিয়ম বহির্ভূত হলেও সামান্য উপার্জনে তারা খুব খুশি।
আগে হেলমেট, পরে তেল
Title: আগে হেলমেট, পরে তেল
Author: Admin
Rating 5 of 5 Des:
Author: Admin
Rating 5 of 5 Des:
ইন্টারনেট ডেস্ক: নিয়ম কড়া হতেই টনক নড়েছে বাইক আরোহীদের। মুখ্যমন্ত্রীর ঘোষনা পর হেলমেট ছাড়া পেট্রোল পাম্পগুলিতে তেল পাওয়া যাবে না, এই বা...
Post a Comment