ইন্টারনেট ডেস্ক: মেয়েদের উচ্চশিক্ষার প্রসারে আরো একধাপ এগিয়ে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত মিঠিপুরের সমাজসেবী সংগঠন 'ভিন্ন স্বর ভিন্ন সমিতি'। রবিবার মিঠিপুর জুনিয়র হাইস্কুল প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় । পাঠ্যপুস্তক বিতরণের পাশাপাশি এদিন ছোটদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষিকামন্ডলীরা। এর আগেও এই সমাজসেবী সংগঠন একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। মেয়েদের শিক্ষা, বাল্যবিবাহ দূরীকরণ, নারী-পুরুষ ভেদাভেদ দূরীকরণ ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনের প্রক্রিয়াকরণে 'ভিন্ন স্বর ভিন্ন সমিতি'-র ভূমিকা আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment