ইন্টারনেট ডেস্ক: হয়ত এতদিনে শিকে ছিড়ল জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত ১৭ ও ১৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের। বিধানসভা ভোটের আগে রাজনীতির কথা বেশি না বলে মুখে শুধুই উন্নয়নের বাণী শুনিয়েছিলেন বিধায়ক জাকির হোসেন। রবিবার রঘুনাথগঞ্জে এসে তার কিছুটা কথাও রাখলেন এবার। জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত ১৭ ও ১৯ নং ওয়ার্ডের বসতি উন্নয়ন, রাস্তা মেরামতি, পুকুর-পাড়-এর সৌদার্যয়নের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৭০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এলাকার পুরো কাজটি জঙ্গিপুর পৌরসভার তত্ত্বাবধানে হবে বলেই জানিয়েছেন শ্রম প্রতিমত্রী জাকির হোসেন। এখন আপাতত কাজের দিকে তাকিয়ে এলাকাবাসী।
About Author
The part time Blogger love to blog on various categories like Entertainment, Sports, Politics, Events, Job News, Bengal News, National News, International News. If you want be a part of our Admin Panel, please Contact / Whatsapp: +91 8961363755.
Advertisement
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment