ইন্টারনেট ডেস্ক: আসছেন ভি.ভি.আই.পি-রা, তাই সাজো সাজো রব জঙ্গিপুরে। আগামী ২৪শে আগস্ট, ২০১৬ এম ডি আই - মুর্শিদাবাদ, জঙ্গিপুর ক্যাম্পাসের প্রথম সমাবর্তন উত্সব উপলক্ষে জঙ্গিপুর আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার সাথে আমন্ত্রিত অথিতিদের তালিকাটিও বেশ বড়। নিমন্ত্রিত আছেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরন দপ্তরের মন্ত্রী হরিসিমরাত কৌর বাদল। সঙ্গে থাকছেন জঙ্গিপুরের বিধায়ক ও বাংলার শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুরের সাংসদ অভিজিত মুখার্জি, বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও বাংলার খাদ্য প্রকিয়াকরণ দপ্তরের মন্ত্রী রেজ্জাক মোল্লা। এছাড়া সেদিন আর একটি অনুষ্ঠানে জঙ্গিপুর মেগা ফুড পার্কের উদ্বোধনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি, রাজ্যপাল, সাংসদ বিধায়করা।
জঙ্গিপুরে আসছেন রাষ্ট্রপতি, রাজ্যপাল
Title: জঙ্গিপুরে আসছেন রাষ্ট্রপতি, রাজ্যপাল
Author: Admin
Rating 5 of 5 Des:
Author: Admin
Rating 5 of 5 Des:
ইন্টারনেট ডেস্ক: আসছেন ভি.ভি.আই.পি-রা, তাই সাজো সাজো রব জঙ্গিপুরে। আগামী ২৪শে আগস্ট, ২০১৬ এম ডি আই - মুর্শিদাবাদ, জঙ্গিপুর ক্যাম্পাসের প...
Post a Comment