ইন্টারনেট ডেস্ক: উন্নয়নের মুখই দেখলো না জঙ্গিপুরবাসী আর তার আগেই জঙ্গিপুরে শাসকদলের অর্ন্তদ্বন্দ্বে কোনও বিরাম নেই। সদ্য তৃণমূলে যোগ দেওয়া পুরপ্রধান মোজাহারুল ইসলাম ও দলের অন্য কয়েকজন নেতার ঝামেলা চলছেই। মঙ্গলবার মোজাহারুল ইসলাম দলেরই কিছু নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন জঙ্গিপুর শহরের তৃণমূল নেতা সুকান্ত চৌধুরী।
বুধবার শহর তৃণমূলের সহ সভাপতি সুকান্ত চৌধুরীর দাদা সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে মোজাহারুল ইসলামের ছয় অনুগামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। সুকান্তের অভিযোগ, “রাত ১২টা নাগাদ পুরপ্রধানের মদতপুষ্ট ওই সব সমর্থকেরা সশস্ত্র ও মদ্যপ অবস্থায় আমার বাড়িতে চড়াও হয়। পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে। মাকে মারধর করে। মাথায় পিস্তল ধরে মারধর আমাকে মারে।’’ ঘটনার পর থেকেই সুকান্তবাবু ও তাঁর মা দয়মন্তী চৌধুরী জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুরপ্রধান অবশ্য এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘কোনও হামলা হয়নি। ও সব নাটক করা হচ্ছে।’’
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment