চতুর্থ
শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ-পাল্টা
বিক্ষোভে বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল রঘুনাথগঞ্জের মিঞাপুর প্রাথমিক
বিদ্যালয়ের পঠনপাঠন। ওই ছাত্রীর অভিযোগ, মঙ্গলবার স্কুলের দুই শিক্ষক
মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। বাবা-মার
অনুপস্থিতিতে ওই পড়ুয়া দাদুর কাছে থাকে। তাঁর দাদুর কথায়, “বুধবার নাতনি
স্কুলে যেতে চাইছিল না। কারণ জানতে চাইলে সে কাঁদতে কাঁদতে গোটা ঘটনাটা
জানায়।” এর পরেই বৃহস্পতিবার ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে স্কুলে চড়াও হন
অভিভাবকদের একাংশ। প্রধান শিক্ষককে সমস্ত ঘটনা জানায় ওই ছাত্রী।
বিক্ষোভকারী অভিভাবকেরা মারমুখী হয়ে ওঠেন। প্রধান শিক্ষক পার্থ সরকার
বলেন, “বিক্ষুব্ধরা দুই শিক্ষককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।
অভিভাবকদের চাপে দুই শিক্ষক স্কুলে দাঁড়িয়ে ভুল স্বীকার করতে বাধ্য হন।
১০ মার্চের মধ্যে জরিমানার টাকা মেটানোর অঙ্গীকারও করেন তাঁরা।” প্রধান
শিক্ষক জানান, এর পরেই শুরু হয় পাল্টা বিক্ষোভ। শতাধিক অভিভাবক দাবি করেন,
মিথ্যা অভিযোগ ফাঁসানো হচ্ছে ওই দুই শিক্ষককে। ঘটনার তদন্ত করতে হবে।
সোমবার এ নিয়ে আলোচনার জন্য অভিভাবকদের নিয়ে সভা ডাকা হয়েছে। স্কুল
মনিটরিং কমিটির সভাপতি খুশি দাস বলেন, “জরিমানা আদায় করা যাবে না। অভিযোগ
প্রমাণ হলে ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রঘুনাথগঞ্জ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইফতিকার আহমেদ বলেন, “প্রধান
শিক্ষকের কাছ থেকে গোটা ঘটনাটি জেনেছি। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”
রঘুনাথগঞ্জে শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে বিক্ষোভ
Title: রঘুনাথগঞ্জে শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে বিক্ষোভ
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
চ তুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল রঘুনাথগঞ্জের মিঞাপুর প্রাথ...
" aguntuki abirvab trishnar uchhota mapa
ReplyDeleteami vebechilam amar niyoti,
ajjo manus bolte sikhini,
jati tui agrashi chiro kal,
grinno janmo amar bharat.. mata.. vogini... srti...
https://www.facebook.com/photo.php?fbid=381593411932976&set=pb.100002469622529.-2207520000.1362046448&type=3&theater