চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হল এক রোগীর৷মৃত ব্যক্তির নাম আজাউল শেখ(৪৫)৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে৷এদিন বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আজাউল শেখ৷ অভিযোগ ভর্তি হওয়ার প্রায় এক ঘণ্টা বাদে তাকে পরীক্ষা করতে আসেন হাসপাতালের এক চিকিৎসক৷ ততক্ষণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ তার দেহ ময়না তদন্তের জন্য পাঠাবার নির্দেশ দেন ওই চিকিৎসক৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন মত ব্যক্তির পরিজনেরা৷ তাঁরা অভিযোগ করেন ঠিক সময়ে ডাক্তার এলে হয়ত বাঁচান যেত আজাউলকে৷ চিকিৎসার গাফিলতির জন্যই তিনি মারা গেছেন বলে অভিযোগ করেন তারা৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত ব্যক্তির পরিজনেরা৷
চিকিৎসকের গাফিলতিতে মৃত রোগী
Title: চিকিৎসকের গাফিলতিতে মৃত রোগী
Author: Admin
Rating 5 of 5 Des:
Author: Admin
Rating 5 of 5 Des:
চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হল এক রোগীর৷মৃত ব্যক্তির নাম আজাউল শেখ(৪৫)৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে৷এদিন বুকের...
Post a Comment