হাসপাতাল কোয়ার্টারে হানা দিল ডাকাত দল৷ পালাতে গিয়ে ধরা পড়ল পুলিশের জালে৷
বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতাল৷এদিন গভীর রাতে হাসপাতালের কর্মীদের ঘরে হানা দেয় পাঁচজন ডাকাতের একটি দল৷ বাড়ির ভিতর ঢুকে কর্মীদের মারধর এবং জিনিসপত্র লুঠপাট করতে থাকে তারা৷ ডাকাতির খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়৷এরপরই ডাকাতরা পালাতে চেষ্টা করে৷পালাবার সময় ডাকাতরা পুলিশ কর্মী লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে৷ এক হোম গার্ডের গায়ে গুলি লাগে বলেও জানা গিয়েছে৷
এর কিছুক্ষণ পর গুলির লড়াই এর শেষে জাকাত বাহিনী পালাতে গেলে পুলিশের তৎপরতায় ধরা পড়ে তিন জন ডাকাতা৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি কারবাইন, ৩১ রাউন্ডের একটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি, একটি সাত এমএম পিস্তল৷ এছাড়া ডাকাতি করা তিন হাজার টাকা, তিনটি মোবাইল ও বেশ কিছু সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ৷ পালিয়ে যাওয়া ডাকাতদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷পাশাপাশি ধৃত ডাকাতদেরও জিঞ্জাসাবাদ করা হচ্ছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দিনই একাধিক ডাকাতির পরিকল্পনা ছিল ওই ডাকাত দলের৷
Post a Comment