দেশের সর্বোচ্চ আদালত ই-রিক্সাকে বে-আইনি বলে নিষেধাক্কা জারি করলেও জঙ্গিপুরে বেশ রমরমিয়ে চলছে| এর নাম কোথাও টুকটুক, কোথাও টোটো, আবার কেউ কেউ চেন্নাই এক্সপ্রেসও বলে| পরিবেশ দূষণের কোনো সমস্যা নেই এই গাড়িগুলিতে এবং গতিও ভ্যান-রিক্সার থেকে বেশি| তাই সাধারণ মানুষ এই পরিবহনের মাধ্যমটিকে ভালোভাবেই মেনে নিয়েছেন| জঙ্গিপুর পুরসভাও এখন এদেরকে লাইসেন্স দিচ্ছে| আশা করা যায় আদালত ও সরকার খুব তাড়াতাড়ি এগুলিকে বৈধ বলে ঘোষণা করবে|
#ERikshaw #Tuktuk #Toto #SupremeCourte #Jangipur #Municipality #WestBengal #Murshidabad
[Download our Android App here: http://goo.gl/tOjOai]
Post a Comment