গঙ্গায় ভয়াবহ ভাঙনের জেরে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ৷ মুর্শিদাবাদের ফারাক্কা থানার শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামে দেখা দিয়েছে ভাঙন৷ প্রথম ভাঙন শুরু হয় অর্জুনপুর ও খোদাবক্স পুর এলাকায়৷ এরপরেই এলাকায় কাজ শুরু করে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ৷ কিন্তু ফের ভাঙন শুরু হয় সাঁকো পাড়া এলাকায়৷ গত দুই তিন দিনের ভাঙনে ইতিমধ্যেই ভেঙে পড়েছে ১৫ থেকে ২০টি বাড়ি৷ গঙ্গায় তলিয়ে গিয়েছে গ্রামে ঢোকার একমাত্র রাস্তাও৷ এলাকায় আটকে পড়েছেন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ৷ গ্রামবাসীরা জানিয়েছেন প্রতিদিনই গঙ্গায় তলিয়ে যাচ্ছে ভূখন্ড৷ এলাকায় বন্যা কবলিতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হলেই তা প্রয়োজন তুলনায় অনেকটাই কম৷ পুজোর প্রাকাল্লে গঙ্গার রুদ্ররূপে আতঙ্কিত সকলে৷ পুজোর আনন্দ ভুলে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া গ্রামবাসীরা৷
গঙ্গায় ভয়াবহ ভাঙন, বিপাকে গ্রামবাসী
Title: গঙ্গায় ভয়াবহ ভাঙন, বিপাকে গ্রামবাসী
Author: Admin
Rating 5 of 5 Des:
Author: Admin
Rating 5 of 5 Des:
গঙ্গায় ভয়াবহ ভাঙনের জেরে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ৷ মুর্শিদাবাদের ফারাক্কা থানার শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামে দেখা দিয়েছ...
Post a Comment