গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর৷মৃত ব্যক্তির নাম শক্তিপদ দাস(৪৫)৷ ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা৷
শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার যোগপুর এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কাজ থেকে বাড়ি ফিরছিলেন শক্তিপদ দাস৷৩৪ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি স্করপিয় গাড়ি ধাক্কা মারে তাঁকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির৷ এরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন৷ এলাকাবাসীদের অভিযোগ এই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটার পরেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নি কোনও ব্যবস্থা৷এরপর দুর্ঘটনা খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ পাশাপাশি অবরোধকারীদের পুলিশি আশ্বাস দেওয়ার ফলে উঠে যায় অবরোধ৷ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
Post a Comment