বোনের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী যুবক৷ মৃত ব্যক্তির নাম সুজন মিত্র৷
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রামকৃষ্ণ পল্লি এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় কাপড়ের দোকানের কর্মচারী সুজন মিত্র৷ এদিন রাতে বাড়ি ফিরে তার বোনের মোবাইল ফোনটি চান৷কারন হিসাবে তার ফোনটি খারাপ হয়ে গিয়েছে বলে জানান তিনি৷এরপরও তার বোন মোবাইলটি দিতে অস্বীকার করলে শুরু হয় তুমুল ঝগড়া৷
ঘটনার জেরে সুজনকে বকাবকি করেন তাঁর বাবা গণেশ মিত্র৷এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় সুজন৷ শুক্রবার সকালে এলাকারই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে৷ এলাকাবাসীরা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷দেহ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে লালবাগ মহকুমা হাসপাতালে৷ ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
Post a Comment