FB.init({ appId : '{248591178890761}', status : true, xfbml : true, version : 'v2.7' // or v2.6, v2.5, v2.4, v2.3 }); FB.init() function onLogin(response) { if (response.status == 'connected') { FB.api('/me?fields=first_name', function(data) { var welcomeBlock = document.getElementById('fb-welcome'); welcomeBlock.innerHTML = 'Hello, ' + data.first_name + '!'; }); } } FB.getLoginStatus(function(response) { // Check login status on load, and if the user is // already logged in, go directly to the welcome message. if (response.status == 'connected') { onLogin(response); } else { // Otherwise, show Login dialog first. FB.login(function(response) { onLogin(response); }, {scope: 'user_friends, email'}); } }); সিনেমার, নাটকের, ব্যবসা করা লোকেদের ভোটটা দিতে যাব কেন? - জঙ্গিপুরের ভোট গল্প: পর্ব ২ | Raghunathganj - Jangipur
Menu

Admin Admin Author
Title: সিনেমার, নাটকের, ব্যবসা করা লোকেদের ভোটটা দিতে যাব কেন? - জঙ্গিপুরের ভোট গল্প: পর্ব ২
Author: Admin
Rating 5 of 5 Des:
আগামী ২১ তারিখ জঙ্গিপুর বিধানসভায়  ভোট গ্রহন। তার আগে একবার ভেবে দেখেছেন নিশ্চয় কাকে ভোট তা দিলে আপনার বেশি লাভ। কাকে ভোট টা দিলে আপনার ভো...
আগামী ২১ তারিখ জঙ্গিপুর বিধানসভায়  ভোট গ্রহন। তার আগে একবার ভেবে দেখেছেন নিশ্চয় কাকে ভোট তা দিলে আপনার বেশি লাভ। কাকে ভোট টা দিলে আপনার ভোট টা নষ্ট হবে না। এই সব চিন্তা মাথায় অবশ্যই রাখুন।তাহলে একবার  ভেবে দেখুন তো আপনার ভোট একজন যিনি রাজনীতি করেন তাকে দেওয়া বেশি ভালো নাকি যিনি সিনেমা করেন, নাটক করেন, খেলাধুলায় ব্যস্ত থাকেন, ব্যবসায় ব্যস্ত থাকেন তাদের দেওয়া ভালো ?
একটা জিনিস আমরা ভুলে যায় যে সারাবছর ধরে যারা প্রাণ দিয়ে রাজনীতি করেন তারাই ভোটের ময়দানে ব্রাত্য থেকে যান। আর আমরা ভোট তাদেরকে দিতে বেশি পছন্দ করি যাদের আমরা টিভির পর্দায় সিনিয়ার পর্দায় খেলার দুনিয়ায় দেখতে পায়।ভোটের আগে এরা দুহাত জড়ো করে আমাদের কাছ থেকে ভোট আদায় করে নিয়ে চলে যান।অবশ্য এদের জনপ্রিয়তা এতটাই বেশি টিভির পর্দা তে যে খুব একটা হাত জড়ো না করলেও চলে।আর ভোটটা জিতে গেলে এদের টিকির দেখা মেলে না।
কোনদিন ভেবে দেখেছেন এরা ভোটের ময়দানে কেন নাম লেখান? জানবেন অবশ্যই, তবুও আলোচনা করছি।
প্রথমত এরা জনগনের সেবা করবেন বলে ভোটের ময়দানে নাম লেখান না , নিজেদের আখের গোছানোটায় এদের মূল লক্ষ্য। অবশ্য রাজনীতি যারা আজকের দিনে করেন তাদের সকলেরই মূল লক্ষ্য এটায়।
দ্বিতীয়ত এদের নিজেদের একটা কেরিয়ার আছে।কেউ সিনেমা করেন, কেউ নাটক, কেউ খেলাধুলা, কেউ গানবাজনা কেউ বা ব্যবস্যা।যখন এদের কেরিয়ার একটা পতন/পচন  নেমে আসে (হয় কোনো খেলোয়ার রিটায়ার করলেন, বা কারণ সিনেমা আর চলে না, বা কারোর গলায় আর সেই অবজ নেই যে লোকে তার গান শুনবে, বা কারোর ব্যবস্যা লাটে উঠছে বা ব্যবস্যায় কালো টাকা লুকোনোর জায়গা পাচ্ছে না ), তখনই এরা রাজনীতির আশ্রয় নেয়।
তৃতীয়ত এরা ভালোভাবেই জানে রাজনীতিতে একবার দাড়িয়ে গেলে জীবনে আর কোনদিন ফিরে তাকাতে হবে না, জীবন একদম ফার্স্টক্লাস যাকে বলে।সব খুন, সব দোষ মাফ। (এর হাজার উদাহরণ আছে, যেগুলো নিয়ে আর বলতে চাই না )
চতুর্থত রাজনৈতিক দলগুলো এদের কে দিয়ে নিজেদের আখের টা  গোছায়।কারণ এদের কে ভোটে দাড় করলে নিজেদের  কালো দাগ গুলো মানুষ আর মনে রাখেনা। এটা টিএমসি , কংগ্রেস, সিপিএম, বিজেপি সব রাজনৈতিক দলই করে।
তাই এবারের বিধানসভা ভোটে এই সিনেমা,নাটক, সঙ্গীত, খেলাধুলা, ব্যবসার জগত থেকে আশা লোকেদের ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না । ভোট যদি দিতে হয় তাহলে যারা রাজনীতির সাথে শুরু থেকে জড়িয়ে আছে তাদেরই করুন, কারণ আপদে বিপদে সেই মানুষ গুলি কিছু হলে পাশে এসে দাড়ায়। তখন এই সব সিনেমা, ব্যবসা করা লোকেদের পাশে পাবেন না।


(মতামত লেখকের একান্ত ব্যক্তিগত)





About Author

Advertisement

Post a Comment

Motion Post

 
Top