
খড়খড়ি নদীর উপর রামসেন সেতু পার হয়েই রঘুনাথগঞ্জ শহরে ঢোকার একমাত্র রাস্তার সাংঘাতিক খারাপ অবস্থায় দাড়িয়েছে। বড় বড় গর্ত খানা খন্দে এই রাস্তা দিয়ে ভারী গাড়ি তথা ছোট ছোট ম্যাজিক গাড়ি, টোটো, বাইক বিপদজনক ভাবে চলাচল করছে। যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটে সময় নেবে না। প্রশাসনের অবিলম্বে রাস্তাটি মেরামতির দিকে নজর দেওয়া উচিত।

Post a Comment