ইন্টারনেট ডেস্ক: এবার প্রকাশ্যে চলে এলো মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠী কোন্দল । মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অশেষ ঘোষকে প্রচণ্ড মারধোর করা হল ডোমকলে । অভিযোগের তীর রাজ্য তৃণমূল যুব সভাপতি সৌমিক হোসেনের অনুগামীদের দিকে। শুক্রবার রাতে রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ করে ফেরার পথে তিনি আক্রান্ত হয়। জেলা সভাপতি জানান তিনি শুক্রবার রাতে কৃষ্ণনগর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই ডোমকলের গড়াইমারিতে খুন হওয়া তৃণমূল কর্মীর বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে ডোমকল পুরনো এসডিও অফিস মোড়ে জল খাবার জন্য গাড়ি দাঁড় করান। সেই সময় তার উপর আক্রমণ চালান সৌমিক অনুগামীরা। পুলিস এসে তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকাল কলেজে পাঠান। তার আঘাত গুরুতর হওয়ায় মধ্য রাতেই তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment