ইন্টারনেট ডেস্ক: জঙ্গিপুর মেগা ফুড পার্কের শুভ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ জঙ্গিপুরে তালাই-এর কাছে এই ফুড পার্কটির চালু করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী রেজ্জাক মোল্লা, শ্রম প্রতি মন্ত্রী ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। উল্লেখ্য আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুড পার্কটির কাজ ইতি মধ্যেই শুরু হয়ে গেছে। ফুড পার্কটিতে বর্তমানে ৮০০০ মেট্রিক টন ক্ষমতার ওয়ারহাউস ও ৩০০০ মেট্রিক টন ক্ষমতার ডিপ ফ্রিজ সুবিধার বন্দোবস্ত আছে। ফুড পার্কটির ফলে মুর্শিদাবাদ জেলা সহ আসে পাশের জেলা, পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড, বিহার, সিকিম ও প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটানের পাইকারী বাজারকারীরা তাদের ফল-সবজি সংরক্ষণের সুবিধা পাবেন।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment