ইন্টারনেট ডেস্ক: ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিউট মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের প্রথম সমাবর্তন উত্সবে ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এমডিআই মুর্শিদাবাদের প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রী এরাই ছিলেন। জঙ্গিপুর মেগা ফুড পার্ক লাগোয়া ১০ একর জমিতেই ২০১০ সালের ৩১ অক্টোবর এমডিআই-এর শিলান্যাস করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণববাবুই। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্রী-ছাত্রীরা প্রত্যেকেই অন-ক্যাম্পাসিং-এর মাধ্যমে বড় বড় সংস্থায় নিযুক্ত হয়েছেন এবং মাত্র ২ বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি আইআইএম ব্যাঙ্গালোর,আহমেদাবাদ, কলকাতার পরেই নিজেদের স্থান দখল করে নিয়েছে।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment