ইন্টারনেট ডেস্ক: জলবন্দি হয়ে পড়ল রঘুনাথগঞ্জ ২ ব্লকের অ্যাফ্লেক্স বাঁধ লাগোয়া ১০টি গ্রাম।। আজ ১৬ লক্ষ কিউসেক জল ছাড়ল ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। যার ফলে বাধ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আহিরণে গঙ্গার একটি ভাগ পদ্মা হয়ে বয়ে গিয়েছে। সোমবার রাত থেকে পদ্মার পাড় ছাপিয়ে নিচু এলাকায় জল ঢুকতে শুরু করেছিল। সেচ দফতর সূত্রে অবশ্য বলা হয়েছে, বুধবার জল আরও বাড়বে পদ্মা ও গঙ্গায়। মঙ্গলবার ফরাক্কা ব্যারাজ থেকে গঙ্গা দিয়ে ১৫ লক্ষ ৫৮ হাজার ৮৫ কিউসেক ও ফিডার ক্যানাল দিয়ে ৪১ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বুধবার জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। বুধবার ফরাক্কা ব্যারাজ থেকে জল ছাড়ার মাত্রা বাড়লে আরও কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফাইল চিত্র
Post a Comment