ইন্টারনেট ডেস্ক: পথচলতি দাদা-ভাইদের হাতে রাখী পরিয়ে রক্ষা বন্ধন উত্সব পালন করলো রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। আজ রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড মোড়-এ পথচলতি বাইক আরোহী, রিস্কা-চালক, টুকটুক চালকদের হাতে রাখী পরিয়ে সৌভাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বিদ্যালয়ের ছাত্রীরা।
ছবি: মোহবুব হাসান (ফেসবুক সৌজন্যে)
Post a Comment