রঘুনাথগঞ্জের একদল যুবক-যুবতীদের ব্যক্তিগত প্রচেষ্টায় তৈরী হয়েছে 'হিউম্যানিটেরিয়ান' নামে একটি নন-প্রফিট সংগঠন। এই গ্রুপের সদস্যদের উদ্দেশ্য হলো স্থানীয় দুঃস্থ বাচ্চাদের প্রাথমিক শিক্ষার আলো পাইয়ে দেওয়া। গত এক বছর ধরে এই সংঘঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় মিয়াপুর অঞ্চলে অনেক দুঃস্থ বাচ্চার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। যদিও এই প্রচেষ্টার কোনো সরকারী স্বীকৃতি বা অনুদান এরা পায়নি এখন পর্যন্ত, কিন্তু তার জন্য এদের চেষ্টায় কোনো খামতি এখনো নেই।
এবারের পুজোয় এবার 'হিউম্যানিটেরিয়ান'-এর পক্ষ থেকে জঙ্গিপুরের দুঃস্থ শিশুদের নতুন জামা কিনে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনের সদস্যদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ, এই মহৎ একটি পরিকল্পনায় আপনাদের সাহায্য পেলে অনেক অনেক দুঃস্থ শিশু এবারের পুজোয় নতুন জামা পেতে পারে।
রঘুনাথগঞ্জ ফেসবুক পেজের পক্ষ্ থেকে 'হিউম্যানিটেরিয়ান' গ্রুপের সাধু উদ্যোগকে স্বাগত জানাই।
বিশদে জানতে যোগাযোগ করুন: +91 8001442359 / +91 7797286013
অথবা 'হিউম্যানিটেরিয়ান' -এর ফেসবুক পেজে নজর রাখুন
https://www.facebook.com/NONPROFITORGANAIZATION
Post a Comment