ইন্টারনেট ডেস্ক: নোট সংকট কাটাতে আবারও বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে দেশের যত বড় বড় বিপণি রয়েছে, সেখানে সোয়াইপ মেশিনে ডেবিট কার্ড ব্যবহার করে নগদ টাকা নিতে পারবেন সাধারণ মানুষ। পয়েন্ট অফ সেলস বা সোয়াইপ মেশিন ব্যবহার করে
যেসমস্ত বড় বড় দোকান, শপিং মলে জিনিস বিক্রির ব্যবস্থা রয়েছে, সেখানেই এই সুবিধে পাওয়া যাবে। কার্ড সোয়াইপ করে দোকান থেকে ২০০০ টাকা নিতে পারবেন সাধারণ মানুষ। শর্ত হল, দোকানদারের কাছে সেই পরিমাণ নগদ টাকা থাকতে হবে।
ইতিমধ্যেই দেশের ৬৮৬টি পেট্রোল পাম্প থেকে একই পদ্ধতিতে পয়েন্ট অফ সেলস ব্যবহার করে টাকা তোলার সুবিধে চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই পদ্ধতিতে টাকা তোলার ঊর্ধ্বসীমা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হবে।
বড় বড় শপিং মল, দোকান, পেট্রোল পাম্প ছাড়াও কলকাতার মতো বড় শহরগুলিতে চলমান বা গাড়ির মধ্যে মাইক্রো এটিএমও চালু করেছে বিভিন্ন ব্যাঙ্ক। এত ব্যবস্থা নেওয়ার পরেও নোটের জন্য হাহাকার অবশ্য অব্যাহত।
Post a Comment