![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKueezL-VO-Pp7ZixDd258_noelRX0lDM-nVLaFG9uJ7c-QCQYa0dVWem3mLUN31q_3Hp_ooGNBXxwtf9gah-1aKN_5siCtCNw-rklJPUQw9cvBnpEdOOwhpppmhsjIZHouTyBjtMNyxQ/s320/ber1.jpg)
পরিবার সূত্রে জানা গেছে, জগদ্ধার্থী পুজোর বিসর্জনের সময় মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণববাবু। তিনি মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়ড়া গ্রামের বাসিন্দা। সেইরাতেই তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের ২৭ নম্বর বেডে ছিলেন প্রণববাবু। ভর্তি হওয়ার পরের দিন তাঁর সিটি স্ক্যান করানো হয়। এরপর বারবার ডাক্তারকে সেই স্ক্যানের রিপোর্ট দেখতে আসতে বলা হলেও, কোনও ডাক্তারের দেখা পাননি বলে অভিযোগ প্রণববাবুর পরিবারের। টানা ছ’দিন ধরে তাঁকে দেখার জন্য কোনও চিকিৎসকই যাননি।
পরিবারের অভিযোগ, চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে যদি চিকিৎসককে না পাওয়া যায় তাহলে নিয়ম মেনে কী হবে ? তাই হাসপাতালে না থেকে বাড়িতে পালিয়ে যান প্রণববাবু। কিন্তু, সঠিক চিকিৎসা না হওয়ার জন্য বাড়িতে গিয়ে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
Post a Comment