ইন্টারনেট ডেস্ক: ২রা সেপ্টেম্বর বন্ধ দেখেছে বাম সমর্থিত ট্রেড ইউনিয়নগুলি, কিন্তু উল্টোদিকে সিঙ্গুরের ঐতিহাসিক রায় বেরোনোর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় পালিত হচ্ছে 'সিঙ্গুর দিবস'। আজ সকাল থেকে জঙ্গিপুর টাউন তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভার জায়গায় জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে 'সিঙ্গুর দিবস'। এই উপলক্ষে বাংলার শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের তথা জঙ্গিপুর টাউন তৃনমুল কংগ্রেসের সভাপতি মহম্মদ ওয়াকিল আহম্মেদ-এর নেতৃত্বে একটি মিছিল বের হয় শহরের মধ্য দিয়ে। তৃনুমুলের কর্মী বৃন্দগনের মধ্যে উত্সব পালন নিয়ে উত্সাহ চোখে পড়ার মত ছিল।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment