ইন্টারনেট ডেস্ক: ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ২রা সেপ্টেম্বর 'সারা ভারত বন্ধ'-এর প্রভাব খুব একটা দেখা দিলো না রঘুনাথগঞ্জে। এদিন এআইইউটিইউসি রঘুনাথগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয় বন্ধের পক্ষে। তাছাড়া এদিন স্কুল, কলেজ, সরকারী অফিস সব জায়গাতেই স্বাভাবিক কাজকর্ম হচ্ছে। উপস্থিতির হার অন্য দিনের থেকে সামান্য কম হলেও বন্ধের প্রভাব প্রকট হয় নি। প্রশাসনের পক্ষ থেকে রাস্তার মোরে মোরে, স্কুল, অফিসগুলিতে সিভিক পুলিশ মোতায়েন করা হয়। রাস্তা ঘাটে মানুষজন অন্য দিনের মতই দেখা গেছে। সরকারী বাস রাস্তায় চলতে দেখা দিলেও বেসরকারী বাস তুলনামূলক ভাবে একটু কম চলেছে।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment