ইন্টারনেট ডেস্ক: জলাধারগুলি তৈরী হয়েছিল পথচলতি মানুষের তৃষ্ণা নিবারণের উদ্দেশেই। সেই মত রঘুনাথগঞ্জের স্টেট ব্যাঙ্কের মোড়, মাকেঞ্জি মোড়, সদরঘাটের মত জনবহুল এলাকায় জলাধারগুলি তৈরী করেছিল তত্কালীন জঙ্গিপুর পৌরসভা। কিন্তু সময়ের চাকা ঘুরতেই রক্ষনাবেক্ষনের অভাবে জলাধারগুলি থেকে আর পানীয় জল পান করার মত অবস্থায় নেই। কোথাও জলের কল অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আচ্ছে, বা কোথাও কল চুরিও হয়ে গেছে। এব্যাপারে পৌরসভা বা স্থানীয় কাউন্সিলার-রাও উদাসীন।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment