কিশোরী খুনের ঘটনায় বুধবার তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ফরাক্কায়
গোপালনগরের একটি ফিডার ক্যানেল থেকে এ দিনই ওই কিশোরীর দেহ মেলে। পুলিশের
অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। পেশায় গাড়ি চালক ধৃত যুবক
সামাউল শেখের বাড়ি সমশেরগঞ্জের বাবুপুরে।পুলিশ জানায়, সমশেরগঞ্জের
হাউসনগরের বাসিন্দা ওই কিশোরীর প্রেম ছিল পড়শি গ্রামের সামাউনের সঙ্গে।
সোমবার সন্ধ্যায় প্রেমিকের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্থানীয় হাই
মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। পরের দিন পুলিশে অভিযোগও দায়ের
করে মৃতার বাড়ির লোকজন। বুধবার বিকেলে ফিডার ক্যানেল থেকে তার দেহ
উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সামাউলের মারুতি ভ্যানেরও হদিশ মেলে। এ দিন
রাতেই ফরাক্কা থানার পুলিশ গ্রেফতার করে সামাউলকে। পুলিশের ধারনা, ধৃত
যুবক ওই কিশোরীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তা শোধ করার জন্য চাপ দিতেই
তাকে খুন করা হয়। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ঘটনার তদন্ত
চলছে।”
কিশোরী খুনে রঘুনাথগঞ্জে গ্রেফতার ‘প্রেমিক’
Title: কিশোরী খুনে রঘুনাথগঞ্জে গ্রেফতার ‘প্রেমিক’
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
কিশোরী খুনের ঘটনায় বুধবার তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ফরাক্কায় গোপালনগরের একটি ফিডার ক্যানেল থেকে এ দিনই ওই কিশোরীর দেহ মেলে। পুল...
Post a Comment