ইন্টারনেট ডেস্ক: রঘুনাথগঞ্জের জয়রামপুরে স্বামীর সঙ্গে বিবাদের জেরে অভিমানে নিজের দুই ছেলেকে গলা টিপে খুন করল এক গৃহবধূ। পরে অবশ্য সে নিজেও কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝগড়া লাগত পেশায় রাজমিস্ত্রি স্বামীর। স্বামী সংসার চালানোর জন্য টাকাপয়সা না দেওয়ায় বিড়ি বেঁধে সংসার চালাত স্ত্রী। প্রায়দিন রাতে তাদের মধ্যে ঝামেলা বাঁধত। একে অপরকে সন্দেহের চোখেও দেখত। গতকাল রাত থেকে দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আজ সকালেও তার রেশ ছিল স্পষ্ট। এরপর স্বামী কাজের জন্য বেরিয়ে যায়। এক মেয়েও স্কুলে চলে যায়। বাড়িতে সেইসময় ছিল স্ত্রী ও তার দুই শিশুপুত্র। অভিযোগ, অভিমানের বশে নিজের দুই শিশুপুত্রকে গলা টিপে খুন করে সাবিনা। এরপর নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
শিশুদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুদুটির মাকে। তার হাতের শিরাও কাটা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাবিনার শাশুড়ি ও মেয়েকে। যদিও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
Post a Comment