ইন্টারনেট ডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হটাত আগুন লাগার খবর পাওয়া গেছে। কলেজের তিন তলায় রয়েছে মেডিসিন বিভাগ, আর এখানেই লেগেছে আগুন। চারিদিকে হুলস্খুল পড়ে গিয়েছে আগুন লাগার পর থেকেই। সব রোগীরাই ডাক্তারের চেক আপের পরই চলে আসেন এই বিভাগে। কিন্তু সেখানেই লেগেছে আগুন। তড়িঘড়ি সদ্যোজাত ও শিশুদের বাইরে বের করে আনা হয়। আতঙ্কিত অন্য রোগী, চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা। শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।
সুত্রে খবর, এখন পর্যন্ত মৃত দুজন।
ছবি: সংবাদ সংস্থা সৌজন্যে
Post a Comment