ইন্টারনেট ডেস্ক: ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে রঘুনাথগঞ্জ ২নং ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন হয়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত মিঠিপুর, সেকেন্দ্র, লক্ষীজোলা, সেকালিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের হাজার হাজার মানুষ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমানে ত্রান এসে এখনও পৌছায়নি। তবে এলাকার বিধায়ক আখরুজ্জামান নিজের তদারকিতে বন্যাগ্রস্থ এলাকায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিধায়ক তহবিল থেকে ত্রান শিবিরগুলিতে ত্রান পাঠানোর বন্দোবস্ত করেছেন।
ফারাক্কা ব্যারেজ সুত্রে খবর, আগামী ৩০ শে আগস্ট দিল্লি থেকে একটি প্রতিনিধি দল ব্যারেজ পরিদর্শন করতে আসবেন। ফিডার ক্যানেলের দিকে আরো জল ছাড়া হলে দক্ষিনবঙ্গের দিকে ভয়াভহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।
ছবি: ফেসবুক সৌজন্যে
Post a Comment